সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

বেগমগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক ৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে র‍্যাব-১১। এসময় ৪টি স্টিলের তলোয়ার একটি স্টিলের পাইপ জব্দ করা হয়।

রোববার দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের মজিদ ব্যাপারি বাড়ি সংলগ্ন রাস্তা থেকে র‍্যাব-১১ এর একটি দল তাদের আটক করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে শনিবার রাত ৯টার দিকে র‍্যাব-১১ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ