দীর্ঘ এক মাস পর আজ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের কার্যক্রম শুরু হয়েছে। নারী ও শিশু-১ আদালত ছাড়া সব আদালতে যাচ্ছেন আইনজীবীরা।
মঙ্গলবার সকাল থেকেই জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল আদালত চত্বরে ফিরেছে কর্মচাঞ্চল্য।
আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে বিচার প্রার্থীদের মাঝে। তবে, তারা নারী ও শিশু-১ আদালতটিও দ্রুত চালু করার অনুরোধ জানান।
আইনমন্ত্রীর আশ্বাসের পর গতকাল জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা শেষে নারী ও শিশু-১ আদালত ব্যতীত সব আদালত থেকে বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেয় জেলা আইনজীবী সমিতি।