রবিবার, অক্টোবর ১, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের লাইট ইঞ্জিনের ধাক্কায় মাহমুদুল হাসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতরাতে, চট্রগ্রাম-সিলেট রেলপথের মুকুন্দপুর স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মুকুন্দপুর রেলস্টেশনের মাস্টার পরশ আলী শিকদার জানান, কালোনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। ট্রেনটিকে ব্যাকআপ দেয়ার জন্য এর পেছনে আরো একটি অতিরিক্ত লাইট ইঞ্জিন যাচ্ছিল। ইঞ্জিনটি মুকুন্দপুর রেলক্রসিং পার হওয়ার সময় ওই মোটরসাইকেলটি রেলক্রসিং অতিক্রম করার চেষ্টা করে। এ সময় লাইট ইঞ্জিনটির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ