বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় মা ও দুই ছেলেকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মা ও দুই ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর-ছয়আনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী বিথী আক্তার (৪০) তার দুই ছেলে মাহিন (১৬) ও মহিন (৭)।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে পরে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ