শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তির বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইদের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে।

গত ২৬শে আগষ্ট হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৭ জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করে নিহতের পরিবার।

পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে সোমবার ২ আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, জাকির হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ