শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ, নারীসহ গ্রেফতার ৪

নোয়াখালীতে বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৫ জানুয়ারি) রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লেবু মাহাজনের বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- নোয়াখালী সদর উপজেলার উত্তর ফকিরপুর গ্রামের মৃত মুন্সী মিয়ার ছেলে মো. শাহজাহান (৪০), জামালপুর গ্রামের হোরন মিয়ার ছেলে মো. রিপন (২৩) ও ২৫ ও ২৮ বছর বয়সী দুই নারী।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, রাতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ