বুধবার, অক্টোবর ৪, ২০২৩

ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কামাতে শেরপুরে দ্বিগুন সরিষা আবাদ

দেশে তেল জাতীয় ফসল বিশেষ করে সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সারের বিশেষ প্রনোদনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এরই অংশ হিসেবে শেরপুর জেলায় এবার প্রায় ২৪ হাজার কৃষককে ওই বিশেষ প্রনোদনা দেয়া হয়েছে। কৃষকরাও বেশ আগ্রহ নিয়ে এবং বেশী লাভের আশায় ব্যাপক আকারে সরিষার চাষাবাদ করেছে। সরকারী প্রনোদনা পেয়ে খুশি কৃষকরাও। এছাড়া আবহাওয়া ভালো থাকায় ফলনও বেশ ভালো হয়েছে বলে জানায় কৃষকরা।

একর প্রতি সরিষা আবাদে খরচ পড়ে ৫ থেকে ৬ হাজার টাকা। এক একর জমিতে সরিষা উৎপাদন হবে প্রায় ১৫ থেকে ১৬ মণ। এবার বাজার মূল্যে আশা করছে মন প্রতি প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা। ফলে প্রতি একর জমি থেকে সরিষা বিক্রির দাম পাবে প্রায় লাখ টাকা।

এদিকে জেলায় বিস্তৃর্ণ মাঠ জুড়ে দুলছে সর্ষে ফুলের হলুদ রঙ। প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুরাও ওই হলুদের দোল দেখতে পরিবার-পরিজন নিয়ে ছুটে যাচ্ছে সরিষা ক্ষেতের হলুদ গালিচায়। উপভোগ করছে প্রকৃতির অপরূপ দৃশ্য।

জেলায় এবার ৮ হাজার ৯০৭ হেক্টর জমির লক্ষমাত্রা ছাড়িয়ে ১২ হাজার ৭০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা গত বছর ছিল ৭ হাজার ৮২২ হেক্টর জমি বলে জানান, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস।

দেশে ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমাতে এভাবে প্রতি বছর যদি সরিষার আবাদ বাড়ানো হয়, তবে ভবিষ্যতে শুধু জেলায় নয় পুরো দেশেই ভোজ্য তেলের চাহিতা মেটানো সম্ভব হবে বলে আশা সচেতন মহলের।

সর্বশেষ