শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

ময়মনসিংহে প্রতারক চক্রের এক মূলহোতাকে গ্রেফতার

ময়মনসিংহে আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের এক মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে, র‌্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-অধিনায়ক মেজর মো. শিশির মাহমুদ তালুকদার।

র‌্যাব জানায়, আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে ৪২ জন ভুক্তভোগীর কাছ থেকে ২ লাখ ৯৫ হাজার টাকা হতিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় গতরাতে জেলার ফুলবাড়িয়া থেকে এ চক্রের মূলহোতা জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ