বুধবার, অক্টোবর ৪, ২০২৩

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. মো. ফরহাদ হোসেন হীরা জানান, আজ (রোববার) সকালে শেরপুরের শ্রীবরদী এলাকার মো. সেলিম ও শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় টাঙ্গাইলের হাবিবের।

এছাড়া, ২৪ ঘণ্টায় ২০ জনসহ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১৪১ জন।

সর্বশেষ