রবিবার, অক্টোবর ১, ২০২৩

মাদারীপুরে শিক্ষার্থীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

মাদারীপুরে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতরাতে, অভিযান চালিয়ে পশ্চিম রাজৈরের নিজবাড়ি থেকে শামীম ফকির ও ইয়াছিন বেপারী নামে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ওই শিক্ষার্থী ইজিবাইকযোগে নিজবাড়ি থেকে শাখারপাড় নানাবাড়িতে যাচ্ছিল। মাঝপথে দুই বখাটে তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্তদের নামে মামলা দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সর্বশেষ