শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে একটি হত্যা মামলার আসামি আউয়াল মাতবরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগতরাতে পাঁচখোলা গ্রামের নিজ দোকানে ঘুম থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটায়।

নিহত আউয়াল মাতবর পাঁচখোলা গ্রামের কাশেম মাতবরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে একই এলাকায় সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলায় আসামি ছিলেন আউয়াল। নিহতের পরিবারের দাবি প্রতিপক্ষের লোকজন আউয়ালকে কুপিয়ে হত্যা করেছে।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আউয়াল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ