বুধবার, জুন ৭, ২০২৩

মানিকগঞ্জে ৫ মাদক কারবারি আটক

মানিকগঞ্জের তিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ ৫ কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের (ভারপ্রাপ্ত) ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, জেলার সদর, সিংগাইর ও শিবালয় এ তিনটি উপজেলায় একই সঙ্গে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা, হেরোইন ও ইয়াবা বড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাদকের বর্তমান আনুমানিক বাজার মূল্য এক লাখ পঁচাশি হাজার টাকা। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ