বুধবার, অক্টোবর ৪, ২০২৩

মালয়েশিয়া থেকে দেশে ফেরত এসেছেন ১৯ বাংলাদেশি কর্মী

মালয়েশিয়ার কোম্পানি রিসিভ করতে না আশায় মালয়েশিয়া থেকে দেশে ফেরত এসেছেন ১৯ বাংলাদেশি কর্মী।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তারা। দুদিন বিমানবন্দরে রেখে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি গ্রিনল্যান্ড ওভারসিজ লিমিটেড ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এসডিএন বিএইচডি কোম্পানির ২৯ জন বাংলাদেশি কর্মী পাঠায়। ২৯ জনের মধ্যে ১০ জনকে প্রবেশের অনুমতি দেয় মালয়েশিয়া।

বাকি ১৯ জনকে ফেরত পাঠায় মালয়েশিয়া ইমিগ্রেশন। এ বিষয়ে সংশ্লিষ্ট কারো মন্তব্য না পাওয়া গেলেও ভুক্তভোগী কর্মীদের নিতে আসা স্বজনরা ক্ষোভ প্রকার করে বলছেন এরকম হয়রানীতে ।

সর্বশেষ