বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যান ও রিকশাভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় দু্য়েই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপভ্যান চালক মিরসরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তালবাড়িয়ার হাজি বাড়ির শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫) ও একই এলাকার হিঞ্জু মিকারের বাড়ির বখতেয়ার খানের ছেলে রিকশা ভ্যানকচালক মোহাম্মদ ফরিদ (৪২)।

আহতরা হলেন- মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৩৮)। অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছ বোঝায় একটি পিকআপ ও কাজী বেকারির পণ্য বহন করা একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এসময় রিকশাভ্যান ও পিকআপ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ