সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

মুক্তি পেছাচ্ছে প্রভাস-দীপিকার ‘কাল্কি ২৮৯৮ এডি’

এত দিন ‘প্রজেক্ট কে’ নামে প্রচারণা চালালেও, গত ২০ জুলাই জানানো হয় দক্ষিণী তারকা প্রভাসের পরবর্তী সিনেমার নাম ‘কাল্কি ২৮৯৮ এডি’। সেদিন প্রথম ভারতীয় কোনো সিনেমা হিসেবে আমেরিকার সান দিয়েগোয় কমিক কন মঞ্চে প্রকাশিত হয় ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার প্রথম ঝলক।

এদিকে আগামী বছরের ১২ জানুয়ারি সিনেমাটি মুক্তির প্রাথমিক তারিখ ঘোষণা করলেও, সপ্তাহ না পেরোতেই এবার মুক্তি পিছিয়ে যাচ্ছে ছবিটির ।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, নির্ধারিত ১২ জানুয়ারির বদলে, ২০২৪ সালের ৯ মে মুক্তি পেতে পারে ‘কাল্কি ২৮৯৮ এডি’ শিরোনামের সিনেমাটি। প্রযোজক অশ্বিনী দত্তের জন্য নাকি এই দিনটি খুবই শুভ। এই তারিখে ছবি মুক্তি পেলে ব্যবসায়িক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে আশাবাদী তিনি।

এর আগে একাধিক বার হোঁচট খেয়েছে ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা। শুটিং চলাকালীন সেটেই আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। ফলে বেশ কিছুদিন স্থগিত রাখতে হয়েছে ছবির শুটিং কাজ। তখনই শোনা গিয়েছিল, নির্ধারিত সময়ে মুক্তি সম্ভব নয় ছবিটির।

দক্ষিণী তারকা প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা অমিতাভ বচ্চন। ছবিটিতে খল চরিত্রে অভিনয় দেখা যাবে দক্ষিণী তারকা কমল হাসানকে।

সর্বশেষ