শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

মুমূর্ষু সন্তানের কাছ থেকে জীবনের যে শিক্ষা পেয়েছেন ডি মারিয়া!

শৈশবটা মোটেও পুষ্পশয্যা ছিল না কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়ার। অস্বাভাবিক রকম চঞ্চল থাকায় চিকিৎসকের দ্বারস্থ হতে হয়েছিল তাকে। অন্যদিকে পরিবার সচ্ছল না থাকায়, সে বয়সেই জীবনের ঘাত–প্রতিঘাত দেখেতে হয়েছে আর্জেন্টাইন এই উইঙ্গারকে।

ফুটবলার হয়ে ওঠার পর অবশ্য কেটেছে আর্থিক অনিশ্চয়তা। তবে ফুটবলার হয়ে ওঠার পরই জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছেন ডি মারিয়া। আর সে শিক্ষা তাকে ক্যারিয়ারে যেকোনো কঠিন মুহূর্তে লড়াই করার প্রেরণা জুগিয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া জানান, ২০১১ সালে বান্ধুবী হোর্হেলিনা কারদুসোকে বিয়ে করেন তিনি। এর দুই বছর পর তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় ছোট্ট মেয়ে মিয়া। কিন্তু তারপরই জীবনের অন্যতম সংকটে পড়েছিলেন জুভেন্টাসের এই উইঙ্গার।

মারিয়া জানান, সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় তার মেয়ে মিয়া বেশ অসুস্থ ছিল। তার বাঁচার সম্ভাবনা প্রায় ছিলই না। কিন্তু এ অবস্থায় সপ্তাহে মাত্র দুদিন হাসপাতালে মেয়েকে দেখার সুযোগ পেতেন তিনি। ফিরে যাওয়ার সময় জানতেনও না পরবর্তীতে আবার দেখতে পারবেন কিনা।

ডি মারিয়া বলেন, এমনও হয়েছে ফিরে গিয়ে অনেক শিশুকে আর দেখিনি। হয়তো ভাইরাসে মারা গেছে কিংবা এটাও বলা হতো, শ্বাস বন্ধ হয়ে গেছে।

মারিয়া আরও বলেন, কিন্তু সে লড়াই করেছে। যখন ভাবি, জাতীয় দল ছাড়লে কীভাবে থাকব কিংবা চোটে পড়লে কীভাবে খেলব, তখন মেয়ের সেই লড়াই আমাকে প্রেরণা জোগায়। আমি বুঝি কখনো হাল ছাড়তে নেই। অতটুকু ছোট্ট মেয়ে যদি লড়াই করে বেঁচে থাকতে পারে, তাহলে আমরা কীভাবে হাল ছাড়তে পারি কোনো বিষয়ে!

বিশ্বকাপের পর পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে বর্তমানে ক্লাবে যোগ দিয়েছেন এ আর্জেন্টাইন তারকা। অবসরের ঘোষনা থাকলেও, কিছুদিন আগে জানিয়েছিলেন, আর্জেন্টিনার হয়ে আরও কিছুদিন খেলে যেতে চান তিনি।

সর্বশেষ