সোমবার, অক্টোবর ২, ২০২৩

মেজর সিনহা হত্যার ৩ বছর আজ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর, সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ৩ বছর আজ।

২০২০ সালের এ দিনে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের কতিপয় সদস্য সিনহাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে।

আলোচিত এ হত্যা মামলায় আদালত টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডাদেশ এবং এসআই নন্দদুলাল রক্ষিত ও পুলিশের তিন সোর্সসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

অন্যদিকে বেকসুর খালাস পান সাত পুলিশ সদস্য। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন আসামিরা। বর্তমানে সব অভিযুক্তই কারাগারে রয়েছেন।

সর্বশেষ