রবিবার, অক্টোবর ১, ২০২৩

মেসির অন্যরকম এক সেঞ্চুরী!

ইন্টার মায়ামির জার্সিতে টানা দ্বিতীয় ম্যাচে জালের ঠিকানা খুঁজে নিয়েছেন লিওনেল মেসি। করেছেন অন্যরকম এক সেঞ্চুরী। বর্ণাঢ্য ক্যারিয়ারে ১০০টি ক্লাবের বিপক্ষে গোল করার নজির গড়েছেন বিশ্বকাপজয়ী এ মহাতারকা।

গতকাল ঘরের মাঠে লিগস কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। একপেশে এ লড়াইয়ের প্রথমার্ধেই দুবার নিশানা ভেদ করেন ৩৬ বছর বয়সী মেসি। এতে ১০০টি ক্লাবের বিপক্ষে গোল করার স্বাদ নেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী এ ফরোয়ার্ড।

তবে ১০০টি ক্লাবের বিপক্ষে গোল করা মেসি সবচেয়ে বেশি ভুগিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে। ক্লাবটির বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ২৬টি গোল করেছেন তিনি। সবগুলো গোলই মেসি করেছেন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হয়ে।

২০০৪-৫ মৌসুমে বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক হয় মেসির। ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ক্লাবটির হয়ে ৬৭২টি গোল করেছেন মেসি। এর জন্য খেলেছেন ৭৭৮টি ম্যাচ। এরপর ফরাসি ক্লাব পিএসজিতে যোগ তিনি। সেখানে তার অভিজ্ঞতা খুব বেশি সুখকর না হলেও, বর্তমানে মায়ামিতে বেশ ভাল ছন্দেই রয়েছেন বিশ্বকাপজয়ী এ তারকা।

সর্বশেষ