বুধবার, জুন ৭, ২০২৩

যত্রতত্র পোস্টার লাগালে জরিমানাসহ জেল: ডিএনসিসি মেয়র

যত্রতত্র পোস্টার লাগালে এখন থেকে ৫ থেকে ১০ হাজার টাকা, অনাদায়ে ১৫ দিনের জেল জরিমানা হবে বলে জানালেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।

রোববার সকালে মিরপুরে জল্লাদখানার বিপরীত পাশে স্বাধীনতার জন্য সবুজায়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, পোস্টার লাগানোর জন্য সিটি করপোরেশন থেকে জায়গা নির্দিষ্ট করে দেয়া হবে। কাউকে আর এই শহর নোংরা করতে দেয়া হবে না।

এ সময় দখলদারদের হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, যে যতই শক্তিশালী হোন না কেন, কেউ মাঠ, খাল দখল করে রাখতে পারবে না।

সর্বশেষ