সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

রাঙামাটির কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলে নিহত,আহত ১

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাদশা মাঝির টিলা নামক স্থানে বিস্ফোররে ঘটনায় বাবা-ছেলের নিহত হয়েছে।

নিহতরা হলেন, ইসলাম মিয়া(৪৫) ও তার ছেলে রিফাত (০৭)। এ ঘটনায় ইসলাম মিয়ার স্ত্রী সখিনা বেগম(৩৫) গুরুত্বর আহত হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের হ্রদ সংলগ্ন এলকার বাদশা মাঝির টিলা নামক স্থানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল গিয়ে দেখতে পায়, বাবা-ছেলেসহ তিন জন আহত অবস্থা মাটিতে পড়ে আছে। পরে তাদেরকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত সখিনা বেগম কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন জানান, বিস্ফোরণে দুজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত স্থানটি ঘিরে রেখেছে।

সর্বশেষ