শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ, বললেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুণ্ন হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশের সঙ্গে একমত নয় বাংলাদেশ।

মানবাধিকার দিবস উপলক্ষে দুপুরে, রাজধানীর একটি হোটেলে, জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আরো বলেন, রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। কেউ কেউ এই মানবাধিকার লঙ্ঘন করছে এবং যারাই মানবাধিকার লঙ্ঘন করবে তাদেরকেই আইনের আওতায় এনে বিচার করা হবে।

সর্বশেষ