রবিবার, অক্টোবর ১, ২০২৩

রাজ-পরীর বিয়ের গোপন তথ্য ফাঁস

ঢাকাই চলচ্চিত্রের সমালোচিত তারকা জুটি শরিফুল রাজ ও পরীমণি। বর্তমানে ঢালিউডে আলোচনার শীর্ষে রয়েছেন এই তারকা দম্পতি। জানা যায়, পরিচয়ের মাত্র সাতদিনের মাথায় রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। অতি অল্প সময়ের পরিচয় থেকে প্রণয়ে গড়ানোর এই গল্প শুনে অবাক হয়েছিলেন অনেকেই। তবে সবার প্রশ্ন ছিল ঠিক কী কারণে সাতদিনের মাথায় রাজকে বিয়ে করলেন পরীমণি এবার তিনি জানালেন সেই গোপন তথ্য।

রাজকে বিয়ে করার কারণ জানিয়ে এই নায়িকা বলেন, ‘রাজ হলো আমার জীবনের রাজা। আমাকে ও রানির মতোই রেখেছে। ওর সবটাই ভালো। সে জন্যই তো সাত দিনের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষটা ভালো না হলে কি ওকে নিয়ে সংসার করার কথা ভাবি?

রাজের সাথে সম্পর্ক এখন কেমন যাচ্ছে— জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। কিন্তু আস্তে আস্তে ও নিজের ভুল বুঝতে পারছে। এখন ও মোটামুটি ঠিক হয়েছে। আমার কথা শুনছে। একদিনে তো সব পরিবর্তন সম্ভব নয়, একটু তো সময় লাগবেই।’

২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। পরবর্তীতে ২০২২ সালের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন এবং একই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে সম্পন্ন করেন বিয়ের আনুষ্ঠানিকতাও৷ বর্তমানে রাজ্য নামে এক পুত্র সন্তান রয়েছে এই তারকা দম্পতির।

সর্বশেষ