শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, মন্তব্য রুশ প্রেসিডেন্টের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় গতকাল রাশিয়ার বার্ষিক মানবাধিকার কাউন্সিলের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। এসময় পরমাণু হামলার আশঙ্কা বেড়ে যাওয়ার ব্যাপারে পুতিন বলেন, এমন হুমকি বেড়েই চলছে যা লুকানো ভুল হবে।

তবে রাশিয়া আগে কখনো পরমাণু হামলা চালাবে না বলে আশ্বস্ত করে তিনি আরো বলেন, প্রথমে পরমাণু হামলা চালানো হবে না এবং কাউকে পরমাণু অস্ত্র দিয়ে হুমকিও দেয়া হবে না। বৈঠকে ইউক্রেনের অধিকৃত খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং লুহানেস্ক বেশ ভালো আছে বলেও জানান তিনি।

এদিকে, দেশের সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে এবং রাশিয়ার ধ্বংসাত্মক আক্রমণ প্রতিহত করার সাহস দেখিয়ে বিশ্বব্যাপী দারুণ প্রশংসিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বছর টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ