সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় আজ দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. আলাউদ্দিন (২৫) ও আলী আকবর (২৭) নামে দুই যুবক নিহত হয়েছে।

সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আলাউদ্দিন চরপোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও অপর নিহত আকবর চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে আলাউদ্দিন ও আকবরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। সেখান থেকে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বেলা ১১ টার দিকে আগ-পরে দু’জনেই মারা গেছেন। এরমধ্যে মোটরসাইকেলযোগ একজন আজাদনগর থেকে আসার পথে অন্যজন আলেকজান্ডার বাজার থেকে যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে।

সর্বশেষ