রবিবার, অক্টোবর ১, ২০২৩

শিবচরে গৃহবধুর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ

মাদারীপুরের শিবচরে এক গৃহবধুর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার প্রাক্তণ স্বামীর বিরুদ্ধে।

বুধবার রাতে উপজেলার মাদবরের চরে গৃহবধুর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, ৪ বছর আগে শিবচর উপজেলার মাদবরচরের সিরাজ শিকদারের ছেলে স্পিডবোট চালক, সুমন শিকদারের সঙ্গে লিটু হাওলাদারের মেয়ে সাদিয়া আক্তারের বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের জেরে সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু তালাক হওয়ার পরও সুমন দফায় দফায় সাদিয়ার বাবারবাড়িতে হামলা চালাতো।

পরে সাদিয়ার অন্যত্র বিয়ে ঠিক হলে খবর পেয়ে সুমন ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসিডে সাদিয়ার মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করেন। এ ঘটনায় আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ