বুধবার, অক্টোবর ৪, ২০২৩

শিবচরে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো দেশের সর্বপ্রথম প্রযুক্তি টাওয়ার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৪১ সালকে স্মরণীয় করে রাখতে মাদারীপুরের শিবচরে ২০ একর জায়গাজুড়ে ৪১ তলাবিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মিত হবে। যেখান থেকে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে।

মঙ্গলাবার সকালে, মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশকে মজবুত করতে ২০৪১ সালকে সামনে রেখে একটি মিশন-ভিশন তৈরি করেছেন। যেখানে থাকছে জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত ও সাশ্রয়ী বাংলাদেশ গড়ার প্রত্যয়। এসময়, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ