বুধবার, অক্টোবর ৪, ২০২৩

শিশু অপহরণ ও মুক্তিপণ আদায় : যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় শিশু অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শামিম মাহমুদ ওরফে জহিরুল ইসলাম বাপ্পিকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১৮ আগস্ট) নগরের ইপিজেড থানার আকমল আলী রোড খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামিম মাহমুদের বাড়ি ফেনীর দাগনভূইয়া থানার দক্ষিণ করিমপুর এলাকায়। তার বাবার নাম আব্দুল মান্নান ওরফে নবিউল হক।

র‌্যাব জানায়, সাত মাসের শিশু অপহরণের এক মাস আগে আসামি আসমা ও শামিম মাহমুদ বাপ্পি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে শিশুর পিতা হাবিবুর রহমানের বাসা সাবলেট হিসেবে ভাড়া নেন। হাবিবুর রহমানের শিশু সন্তানকে শামীম মাহমুদ তার সাজানো স্ত্রী আসমা এবং অপর সহযোগীদের সহায়তায় কৌশলে অপহরণ করে নিয়ে যান। পরে শামীম মাহমুদ মোবাইল ফোনের মাধ্যমে অপহৃত শিশুর পিতার কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন। অপহৃত শিশুর পিতা-মাতা নিরুপায় হয়ে প্রাথমিকভাবে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠান। পরে বিষয়টি নগরের পতেঙ্গা থানা পুলিশকে অবহিত করেন তারা। পতেঙ্গা থানা পুলিশের চেষ্টায় নগরের কর্নেল হাট এলাকা থেকে শামিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

পরে শামিম মাহমুদের দেওয়া তথ্যে একই এলাকা থেকে অপহরণের সঙ্গে জড়িত আরও দুজন আসামি আলাউদ্দিন ও তার কথিত স্ত্রী আসমা বেগমকে গ্রেপ্তার এবং অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর পিতা হাবিবুর রহমান বাদী হয়ে অপহরণ মামলা করেন। আসামি আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান। আদালত আসামির অনুপস্থিতিতে পুলিশের তদন্ত প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে শামিম মাহমুদ বাপ্পিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শামিম মাহমুদকে গ্রেপ্তার করতে নজরদারি করে র‍্যাব। গোপনে নগরের ইপিজেড থানার আকমল আলী রোড খালপাড় এলাকায় অবস্থানের খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ