রবিবার, অক্টোবর ১, ২০২৩

শিশু শিক্ষার্থীকে হাত পা ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা!

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘরে ঢুকে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে হাত পা ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছেন মেয়েটির বাবা।

শনিবার রাতে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ পুলিশ ফাঁড়িতে হারুন দফাদার (৩৫) নামে একজনকে অভিযুক্ত করে এই অভিযোগ দায়ের করা হয়।

লিখিত অভিযোগ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই শিশুকে বাড়িতে একা রেখে পার্শ্ববর্তী ক্ষেতে ডাল তুলতে যায় পরিবারের সকল সদস্যরা। বিকেল ৫ টার দিকে প্রতিবেশী হারুন তাদের ঘরে প্রবেশ করে ওই শিশুর হাত পা ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির মা বাড়িতে প্রবেশ করলে হারুন দৌড়ে পালিয়ে যায়। এসময় তার মা ও বাড়ির অন্যান্য লোকজন ওই শিশুর হাত, পা ও মুখ খুলে দিলে সে সব খুলে বলে। আমরা হারুন দফাদারকে গ্রেপ্তার পূর্বক উপযুক্ত বিচার দাবি করছি।

রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টিতে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ