সোমবার, অক্টোবর ২, ২০২৩

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমকার সকালে নদীতে তাদের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করে।

এর আগে, গতকাল বিল্লাল ও ইসমাইল নামের ওই দুই শিশু শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

তাদের বাড়ি নারায়ণগঞ্জ বন্দরের কাজীবাড়ি এলাকায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকী জানান, এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ