শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে দুই বাসের সংঘর্ষ, আহত ১৬

নোয়াখালীর সদর উপজেলায় দুটি বাসের সংঘর্ষের ঘটনায় বাস চালকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬জন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে জেলার সোনাপুর থেকে সুবর্ণচর সড়কের ধর্মপুর ইউনিয়নে বিমানবন্দরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুবর্ণচর উপজেলা থেকে একটি বাস জেলা শহর মাইজদীতে শোক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় যাচ্ছিল। পথে বাসটি সদর উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে সুগন্ধা বাসের কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে পাঠায়।

সর্বশেষ