বুধবার, অক্টোবর ৪, ২০২৩

শোক দিবসের মারামারির ঘটনায় ইবির ৮ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক আলোচনা সভা শেষে মারামারির ঘটনায় আট ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার জরুরি সিদ্ধান্তে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আট ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে, তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ