ক্যান্সারের কাছে হার মানলেন সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক লাবণ্য আহমেদ। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ অক্টোবর) সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।
সংসদ সচিবালয় জানায়, গত ৫ বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। অবশেষে আজ (বুধবার) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত কয়েকদিন যাবৎ তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে, গত মাসে লাবণ্য আহমেদের বোনম্যারো ট্রান্সফার সফলভাবে হলেও অপারেশন পরবর্তী নানা জটিলতায় ক্রমশ তার শরীর খারাপ হতে থাকে। সে কারণে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।