বুধবার, জুন ৭, ২০২৩

সরাইলে অজ্ঞাত গাড়ি চাপায় একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত এক গাড়ির চাপায় আশিষ চন্দ্র দাস (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগতরাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিষ চন্দ্র দাস উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বড় ধীতপুর গ্রামের দাসপাড়া এলাকার শচীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকেন্দু বসু জানান, একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিকআপভ্যান ও মোটরসাইকেল থানায় আনা হয়েছে। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা আছে।

সর্বশেষ