শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

সলঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ২

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দু’জনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে, এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার দিবাগত রাতে, গোপন সংবাদের ভিত্তিতে, সলঙ্গা থানার রামারচর বাজারে নেছারিয়া হোটেলের সামনে অভিযান চালানো হয়।

এ সময় ৩০ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ শুকুর আলী ও রাব্বী হোসেন নামে দু’জনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ