শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৬ জনের জামিন নামঞ্জুর

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৬ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ (রোববার) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে, গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপির বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ