শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

সাবেক মন্ত্রী ওসমান ফারুককে গ্রেফতারে আবেদন করা হতে পারে

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে অপরাধের তদন্ত শেষ পর্যায়ে। যেকোনো দিন তাকে গ্রেফতারে ট্রাইব্যুনালে আবেদন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক।

মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের দুই আসামির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তারা গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আসামিদের বিরুদ্ধে আটক, নির্যাতন, হত্যা, অগ্নি সংযোগ ও লুটপাটের তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ