সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

সিরাজগঞ্জে গাঁজার বিশাল চালানসহ দুইজনকে আটক করেছে র‌্যাব

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২৩ কেজি ৪২০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল হাসেম সবুজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

আটক দুইজন হলেন, কুমিল্লা জেলার রতনপুর বাজার (ধর্মপুর) গ্রামের মৃত চারু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৫) ও সুনামগঞ্জ জেলার কান্দিগাঁও ছড়ারপার গ্রামের মানিক মিয়ার ছেলে লিটন মিয়া (২২)।

লেফটেন্যান্ট কমান্ডার আবুল হাসেম সবুজ জানান, বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায়
ভাড়ায় চালিত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিপুল গাজাসহ এই দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মাদক
ক্রয়-বিক্রয় করে আসছিলো। মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদের বঙ্গবন্ধু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ