বুধবার, অক্টোবর ৪, ২০২৩

সিলেট বোর্ডে পাসের হার ৭৬.০৬ শতাংশ

এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে ২ দশমিক ৭৬ শতাংশ।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল এ ফলাফল ঘোষণা করেন।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এ বছর বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ৪১২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৯ হাজার ৫৩২ জন এবং পাস করেছে ৮৩ হাজার ৩০৬ জন শিক্ষার্থী। পাসকৃতদের মধ্যে ছেলে ৩৩ হাজার ৯০৯ জন এবং মেয়ে ৪৯ হাজার ৩৯৭ জন।

সর্বমোট জিপিএ -৫ পেয়েছে ৫ হাজার ৫৫২ জন। এরমধ্যে ছেলে ২ হাজার ৪৭০ এবং মেয়ে ২ হাজার ৯৮২ জন। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজর ৫৬৫ জন। গত বছরের চেয়ে এবছর ২ হাজার ১১৩ টি জিপিএ-৫ কমেছে।

সর্বশেষ