কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামের শহিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শাহাদুল ইসলাম (৩২)। তিনি ছিট পাইকেরছড়া গ্রামের শহিদ মোড় এলাকার শামছুল হকের ছেলে।
পুলিশ জানায়, সকালে ধানক্ষেতে সেচ দিতে যান শাহাদুল। মোটর চালু না হওয়ায় সংযোগ লাইন পরীক্ষা করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনও অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।’