বুধবার, জুন ৭, ২০২৩

সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

সাভারে একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

বুধবার সন্ধ্যায় আশুলিয়ার দরগার পাড় এলাকার আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানার সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মো. মিঠু (১৬)। তিনি পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। বাকি দুইজন খুলনা জেলার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে মো. রাকিব (২২) ও রংপুর জেলার গাংগাচড়া থানার ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৬)। তারা দুইজনেই আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের পোশাক শ্রমিক।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের টিম লিডার এমদাদুল হক বলেন, ‘কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৩ জন নিখোঁজ হয়েছেন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি দল। পরে সেপটিক ট্যাংকে নেমে ৩ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।’

সর্বশেষ