মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

সৈকতে গোসলে নেমে দুই বন্ধু নিখোঁজ, মুমূর্ষু অবস্থায় একজন উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও এক কিশোরকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই কিশোর হলো- কক্সবাজার শহরের মধ্যম বাহার ছড়ার এলাকার মৃত মাহাবুব আলমের ছেলে আরিফ ইসলাম (১৬) ও সাইফুল ইসলামের ছেলে আকরামুল ইসলাম সাজিদ (১৬)।

বিষয়টি নিশ্চিত করে বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, তিন বন্ধু মিলে গোসল করতে নামে। তারা সাগরের হাঁটু পরিমাণেরও কম পানিতে গোসল করছিল। কিন্তু হঠাৎ স্রোতের টানে তিন বন্ধু ভেসে যায়। আমরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর দুইজনকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

সর্বশেষ