শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

সোনারগাঁয়ে পুকুরে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ের বেইলর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ওসি আহসান উল্লাহ জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য কোনো জায়গায় অজ্ঞাত ওই  যুবককে হত্যা করে মরদেহ দুর্বৃত্তরা ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

সর্বশেষ