সোমবার, অক্টোবর ২, ২০২৩

সোনারগাঁয়ে মহাসড়কের পাশে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায়, সড়ক ও জনপথের (সওজ) এর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইব্রাহিম মিয়া, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন সহ সওজের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টংঘর গড়ে তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। এ ছাড়াও মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কে যানজট নিরসনের জন্য ইউলুপ নির্মান কাজের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সর্বশেষ