কুষ্টিয়ায় রবিউল ইসলাম নামের এক স্কুলশিক্ষক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
এর আগে, গত সোমবার রাতে ঢাকা, মাদারীপুর এবং কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- কুষ্টিয়ার ইবি থানার রনজিতপুর এলাকার মোকাদ্দেস আলীর ছেলে দেলবার (৭০), তার ভাই ফিরোজ (৬৫), ফিরোজের ছেলে সবুজ (৩০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সিরামপুর এলাকার রফিউদ্দিনের ছেলে হেলাল (৩৫)।