শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

স্পে‌নে কারাগারে আটক ৫ বাংলা‌দে‌শিকে দ্রুত মু‌ক্তি দেওয়ার অনুরোধ

স্পেনের গালিসিয়া প্রদেশের কারাগারে আটক পাঁচ বাংলাদেশি নাগরিকের দ্রুত মুক্তির জন্য স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা কামনা ক‌রে‌ছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

মা‌দ্রিদে স্পে‌নের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার) খাভিয়ের মার্তি মার্তির স‌ঙ্গে দ্বিপা‌ক্ষিক বৈঠ‌কে এ অনু‌রোধ ক‌রেন রাষ্ট্রদূত।

শুক্রবার (২০জানুয়া‌রি) দিবাগত রা‌তে এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানায় মা‌দ্রিদের বাংলা‌দেশ দূতাবাস।

রাষ্ট্রদূ‌তের অনু‌রো‌ধের প‌রি‌প্রেক্ষি‌তে কর্তৃপক্ষের স‌ঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন মহাপরিচালক।

সর্বশেষ