স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্ম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর শ্রদ্ধা জানান।
এরপর গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দেয়া মোনাজাতে অংশ নেন তারা।
মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্য প্রার্থনা করা হয়।