মহাসমাবেশ পণ্ড ও পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল শেষ হয়েছে। হরতালে রাজধানীতে কয়েকটি ঝটিকা মিছিল ছাড়া বিএনপির তেমন কোনো কার্যক্রম ছিল না।
তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক ও অন্য নেতাদের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে দিনভর উত্তাপ ও উৎকণ্ঠা ছিল। ৩০ অক্টোবর বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে সড়ক, রেল ও নৌ-পথে সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি ও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা আদায়ে এ কর্মসূচি পালন করা হবে।
এদিকে রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে হরতাল শুরুর কয়েক ঘণ্টার মাথায় বেলা ৮টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের গুলশানের বাসা ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সকাল ৯টার দিকে তাকে বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
এরপর দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের বনানী বাসা ঘেরারও করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাকে বাসায় না পেয়ে ফিরে যায় প্রশাসন।
গতকাল শনিবার মধ্যে রাত থেকে রোববার দুপুর পর্যন্ত বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসভবনে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায় বলে অভিযোগ তার পরিবারের।
এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইশরাক হোসেনকে বাসায় না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেনকে আটক করে নিয়ে যায় প্রশাসন।
হরতালের সমর্থনে মিছিল করে ফেরার পথে মোহাম্মদপুর এলাকায় আদাবর থানা বিএনপির অন্তর্ভুক্ত ৩০ নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আবদুর রশিদকে পিটিয়ে এবং ৫তলা বিল্ডিং ফেলে হত্যা করা হয় বলেও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, হরতালের শুরুতে বেলা ৮টার দিকে নারায়ণগঞ্জ এলাকায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। এরপর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মগবাজার এলাকায়, যুবদল নর্দা এলাকায় মিছিল করে। এছাড়া ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল হয় হরতালের সমর্থনে। এর বাইরে হরতালের সমর্থনে গণতন্ত্রমঞ্চ, ১২ দলীয় জোট, গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর), লেবার পার্টি (মোস্তাফিজুর রহমান ইরান) রাজধানীর পল্টন, প্রেস ক্লাব, মালিবাগ এবং আবুল হোটেল এলাকায় মিছিল হয়।
অন্যদিকে হরতালের শুরু থেকে নয়া-পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ক্রাইম জোন ঘোষণা দিয়ে চারদিক থেকে ঘেরাও দিয়ে পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়। সন্ধ্যা ৭টায় প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির নয়াপল্টন কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে ছিল। ফলে সারাদিন দলের কার্যালয়ে আসতে পারেনি বিএনপির নেতাকর্মীরা।
গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দেশব্যাপী বিরোধী দলসমূহ ডাকা হরতাল সর্বাত্মকভাবে সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানান।
তিনি বলেন, এই হরতাল সরকার ও সরকারি দলের প্রতি দেশের মানুষের চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ। সরকার ও সরকারি দলের পরিকল্পিত সহিংসতা, শতশত নেতাকর্মীকে আহত করা, বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তারসহ ভীতি ও আতঙ্ক সৃষ্টির পাঁয়তারার মধ্যে এ হরতাল সরকার ও সরকারি দলের দখলদারিত্ব ও দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষের পুঞ্জিভূত ক্ষোভের প্রমাণ।
গতকাল থেকে সংঘটিত ঘটনাবলীর মধ্য দিয়ে সরকার নির্বাচন কেন্দ্রিক সংকট সমাধানের শান্তিপূর্ণ পথ বাস্তবে বন্ধ করে দিয়েছে উল্লেখ করে সাইফুল হক বলেন, দেশকে তারা সংঘাতের পথেই ঠেলে দিল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, দেশের মানুষ আজ সর্বাত্মকভাবে হরতাল সফল করেছে।