মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

২৯ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন ঝালকাঠি, বিধ্বস্ত বেড়িবাঁধ

ঘূর্ণিঝড় ‌‘মিধিলি’র আঘাতে বিদ্যুতের তার ছিঁড়ে ২৯ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে ঝালকাঠি জেলা। জেলার জাতীয় গ্রিডের ৩৩ কেভির সংযোগস্থল বরিশাল শহরতলীর জাগুয়া নামক স্থানে পাঁচটি বিশাল আকৃতির চাম্বল গাছ পড়ে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো জেলা।

কাঁঠালিয়া উপজেলায় গাছ উপড়ে পড়ে বহু ঘর গাছের নিচে চাপা পড়ে রয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের নয়টি খুঁটি ভেঙ্গে ও হেলে গিয়ে তিন কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নলছিটি শহরের উপজেলা পরিষদ চত্তরের পুরাতন মসজিদের বারান্দার ওপর গাছ উপড়ে পরে ব্যাপক ক্ষতি হয়েছে। পৌরসভার সারদল এলাকায় গাছ উপড়ে বিদ্যুতের তারের ওপর পরে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার ষাটপাকিয়া-কালিজিরা এলাকা, দপদপিয়া লঞ্চঘাট এলাকায়ও বেশ কিছু বড় গাছ বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ওপর উপড়ে পরায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলার বিভিন্ন এলাকা। এ ছাড়াও জেলার চার উপজেলার বিভিন্ন গ্রামে বৃহস্পতিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ঝালকাঠির ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গেছে। এতে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লঞ্চঘাট সংলগ্ন বিষখালী নদীর তীরের এক কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে উপকূলীয় উপজেলা কাঁঠালিয়া।

একটানা ২৪ ঘণ্টার বৃষ্টি এবং জোয়ারে বেড়েছে ঝালকাঠির সব নদীর পানি। জেলার বিভিন্ন আবাদি জমিতে গিয়ে দেখা গেছে আমন ধানের অধিকাংশই দমকা হাওয়ায় শুয়ে পড়েছে। অনেক স্থানের আমন আবাদ পানিতে তলিয়ে রয়েছে। ফলে আমন আবাদের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। শীতকালীন সবজি চাষিরাও পড়েছেন বিপাকে। এ বৃষ্টিতে শীতকালীন শাক-সবজি নষ্ট হওয়ার আশঙ্কা চাষিদের।

ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম জানান, বৃষ্টি ও বাতাসে শুয়ে পড়া আমন ধানের তেমন বেশি ক্ষতির আশঙ্কা নেই। আমান আবাদে যে-সব বীজের মাথায় ধান এসেছে সেগুলো শুয়ে পড়েছে। কিন্তু এখনও বেশিরভাগ ধানে থোর পর্যন্ত হয়েছে, মাথায় ভার না হওয়ায় সেগুলো শুয়ে পড়বে না। জেলায় আনুমানিক ৫০০ হেক্টর পাকা আমন, ২০০ হেক্টর দুধ কলম ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ