বুধবার, জুন ৭, ২০২৩

অশ্রুভেজা চোখে বিদায় নিলেন কিংবদন্তি!

তাকে বলা হয় পর্তুগিজ যুবরাজ। দেশের হয়ে খেলেছেন সবচেয়ে বেশি, ১৯৬টি ম্যাচ। এখন পর্যন্ত গোল করেছেন ১১৮টি। লুইস ফিগোদের সোনালি প্রজন্ম যেটা পারেননি পর্তুগালকে সেটা উপহার দিয়েছেন তিনি। ২০১৬ সালে জিতিয়েছেন ইউরোর মুকুট। ২০০৪ সালেও ইউরোর ফাইনাল খেলেছিলো পর্তুগাল এই রোনালদোর জন্য।

তাই রোনালদোর শেষটা আরও সুন্দর হবে এমনটাই আশা করছিলেন ভক্তরা। তবে সেই রোনালদো বিদায় নিলেন একরাশ হতাশা নিয়ে, অশ্রু ভরা চোখে! কিংবদন্তির কান্নার মধ্যেও ক্ষোভের বহিঃপ্রকাশটা লুকানো থাকলো না। ম্যাচ শেষে সবার আগে মাঠ ছেড়ে চলে গেলেন ড্রেসিংরুমে। সতীর্থদের সঙ্গে দাঁড়ালেন না এক মুহূর্তও।

হওয়ার কথা ছিল রোনালদো নিজের শেষ বিশ্বকাপে দলের মধ্যমণি হয়ে থাকবেন। কিন্তু সবার চাওয়াটা কোচ ফার্নান্দো সান্তোসের সাথে মেলেনি। ৩৭ পেরুনো রোনালদো পুরো ৯০ মিনিট খেলার যোগ্য নন, এমন হাস্যকর দৃষ্টিভঙ্গি ছিল কোচের।

গ্রুপপর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬৫ মিনিটের মাথায় রোনালদোকে তুলে নেন কোচ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। ক্যামেরায় সে সময় রোনালদোকে বলতে শোনা যায়, আমাকে তুলে নিতে তার যেন তর সইছে না!

পর্তুগিজ কোচও সাফ বলে দেন, ‘রোনালদো যে অধিনায়ক থাকবেনই, এমন কোনও কথা নেই।’ এই আবহেলাতেই সুইজারল্যান্ড এবং মরক্কোর ম্যাচে রোনালদোকে সাইডবেঞ্চে বসিয়ে রাখেন কোচ। যা রোনালদো হেটারদের কাছেও লেগেছে দৃষ্টিকটু।

গত বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে এই রোনালদোই গোল করে জিতিয়েছিলেন দলকে। তাকেই কিনা বসিয়ে রাখলেন কোচ! পর্তুগালের ভাগ্যটা তাই আর সয়নি। যেন রোনালদোর হয়ে প্রতিশোধ নিল ভাগ্য। এবার আর জিততে পারলো না পর্তুগাল, ১-০ গোলে হেরে বিদায় নিলো বিশ্বকাপ থেকে। তবে রোনালদোর মতো কিংবদন্তির সঙ্গে কোচ ফার্নান্দো সান্তোস কি করলেন, তা মনে রাখবে পরবর্তী প্রজন্ম।

সর্বশেষ