বুধবার, অক্টোবর ৪, ২০২৩

পেরুতে জরুরি অবস্থা জারি

পেরুতে চলমান সহিংসতা বন্ধে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে দেশজুড়ে জ্বালাও-পোড়াও কর্মসূচির কারণে গতকাল এ জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার।

আজ, এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন নির্বাচনের আহ্বান ও গ্রেফতার হওয়া সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর মুক্তির দাবি ছড়িয়ে পড়েছে পেরুর সর্বত্র।

প্রতিদিনই বিক্ষোভকারীরা অবরোধ কর্মসূচি পালন করছেন। সড়কে টায়ারে জ্বালিয়ে অবস্থান নিতেও দেখা যায় আন্দোলনকারীদের। এরই মধ্যে চলমান আন্দোলনে, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন নিহতও হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

সর্বশেষ